তাদের বেদনা বুঝবে কে ?

পৃথিবীর অন্ধকার
ছড়িয়ে পড়েছে আকাশের বুকে
পালিয়ে গেছে সূর্য , নক্ষত্র
চাঁদ খুব উদাস
উদ্বেগ সাগর আজ
একদম শান্ত
তার বুকে নেই একটি ঢেউ
পাতালে চলছে গনণা
ভেঙ্গে পড়বে হিমালয় পর্বত শৃঙ্খলা
হারিয়ে গেছে পাখিদের সুর
তাদের বেদনা বুঝবে কে ?

Comments

Popular posts from this blog

सजदा, कुछ इस तरह से

दिन की मर्यादा रात ही तो है

धूप पिघल रहा है