ওরা পড়তে পারেনা ভাঙ্গা অক্ষর ....

কি যে লিখি 
আমার লেখার তো নেই কোনো শেষ 
আমি লিখব 
থাকবে লেখা 
সুধু জীবন হবে শেষ 

আমার দেশে
আমি হলাম পর
ওরা সবাই জানে
গল্প আমার
মুখ দেখে পড়ে জীবন আমার

আমার ভিতরে যে
ভাঙ্গাচড়া ঘর
তার দালানে পড়ে আছে
আমার স্বপ্ন দেহ

ওরা পড়তে পারেনা
ভাঙ্গা অক্ষর ....

-নিত্যানন্দ গায়েন

Comments

Popular posts from this blog

तालाब में चुनाव (लघुकथा)

मुर्दों को इंसाफ़ कहाँ मिलता है

रंजना भाटिया जी द्वारा मेरी किताब की समीक्षा